ইন্দোরের রানী অহল্যাবাঈ হোলকারের জন্মদিবস ঘিরে বিজেপি’র ব্যাপক আয়োজন

আগরতলা, ১৭ মে : রাণী অহল্যাবাঈর ৩০০ তম জন্ম জয়ন্তী উপলক্ষ্যে নানা কর্মসূচি হাতে নিয়েছে ভারতীয় জনতা পার্টি। আজ এরই পরিপ্রেক্ষিতে প্রদেশ কার্যালয়ে আয়োজিত প্রদেশ কর্মশালায় আয়োজন করা হয়েছে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য সহ অন্যান্যরা।

এদিন রাজীব ভট্টাচার্য্য বলেন, পুণ্যশ্লোক” রাণী অহল্যাবাঈ হোলকার ছিলেন মহিলাদের কর্তৃত্ব প্রতিষ্ঠা, মহিলা স্বশক্তিকরণের অনন্য প্রতীক। তাঁর মহিলা স্বশক্তিকরণকে পাথেয় করে বিকশিত ভারত নির্মানের পথকে আরো সুদৃঢ় করে চলেছে। তাই ইন্দোরের রানী অহল্যাবাঈ হোলকারের জন্মদিবস আগামী ৩১ মে উদযাপন করার সিদ্ধান্ত নিয়েছে প্রদেশ বিজেপি। আজ এরই পরিপ্রেক্ষিতে প্রদেশ কার্যালয়ে আয়োজিত কর্মশালায় আয়োজন করা হয়েছে।