আগরতলা, ১৪ মে : ত্রিপুরা সহ মেঘালয়, আসাম এবং অরুণাচল প্রদেশ,নাগাল্যান্ড, মণিপুর এবং সিকিমে আগামী সাত দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করল মৌসম বিভাগ। সাথে বজ্রবিদ্যুৎ সহ দমকা বাতাসেও সতর্কতা জারি করেছে দফতর।
মৌসম বিভাগ জানিয়েছে, পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের উপর ঘূর্ণিঝড় সঞ্চালনের প্রভাবে আগামী ২৪ ঘন্টার মধ্যে উত্তর- উত্তরপূর্ব অঞ্চলে নিম্নচাপ তৈরি হতে পারে। যার ফলে আগামী সাত দিন ত্রিপুরা, আসাম, অরুণাচল প্রদেশ এবং উত্তরপূর্বাঞ্চলের বেশ কিছু জায়গায় খুব ভারী বৃষ্টিপাত হতে পারে। সাথে বজ্রবিদ্যুৎ সহ দমকা বাতাসেও সতর্কতা জারি করেছে দফতর।

