বিয়ের ৬ মাসের মাথায় রহস্যজনক মৃত্যু যুবকের

আগরতলা, ৭ মে : বিয়ের ৬ মাসের মাথায় অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়ের ক্যামেরা পার্সনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে।পরিবারের অভিযোগ, মৃতের স্ত্রী এবং শাশুড়ি সরবতের সাথে বিষ মিশিয়ে খাইয়ে হত্যা করেছে।

এদিন মৃতের এক পরিবারের সদস্য জানিয়েছেন, গত ৪ মে উদয়পুর নেতাজি নগরের বাসিন্দা শাহিন কবীরকে তাঁর স্ত্রী বড় বোনের বাড়িতে ডেকে নিয়েছিলেন। সেখানেই শাহিনের স্ত্রী এবং শাশুড়ী তাকে সরবতের মধ্যে বিষ মিশিয়ে খাইয়ে দিয়েছেন বলে অভিযোগ। পরিবারের সদস্যরা ঘটনাটির খবর পেয়ে তড়িঘড়ি টেপানিয়া হাসপাতালে গেছেন। আজ চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে।