বিজেপির শাসন প্রশ্নে ভয় পায়, গ্লোবাল প্রেস ফ্রিডম সূচকে ভারতের র‍্যাঙ্কিং নিয়ে কেন্দ্রকে কটাক্ষ মুখ্যমন্ত্রী স্টালিনের

নয়াদিল্লি, ৩ মে : বিশ্ব প্রেস স্বাধীনতা দিবসে কেন্দ্রের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এবং ডিএমকে নেতা এম কে স্টালিন। এক্স প্ল্যাটফর্মে পোস্ট করে তিনি বলেন, সাংবাদিকতার উপর দমননীতি চালিয়ে যাচ্ছে বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্র, যার ফলেই গ্লোবাল প্রেস ফ্রিডম সূচকে ভারতের অবস্থা ক্রমেই খারাপ হচ্ছে।

স্টালিনের কথায়, “ভারত গ্লোবাল প্রেস ফ্রিডম ইনডেক্স-এ ১৫১ নম্বরে নেমে এসেছে। কেন?”—এই প্রশ্ন তুলে বিজেপি সরকারের ভূমিকা নিয়ে সন্দেহ প্রকাশ করেন তিনি। তাঁর অভিযোগ, “বিজেপি সরকার প্রশ্নকে ভয় পায়। সংবাদমাধ্যমের অফিসে হানা দেয়, সাংবাদিকদের গ্রেফতার করে এবং যাঁরা দুর্নীতি, মানবাধিকার লঙ্ঘন কিংবা সংখ্যাগরিষ্ঠতাবাদী নীতি নিয়ে মুখ খোলে, তাঁদের কণ্ঠরোধ করে।”

স্টালিন আরও বলেন, শুধু সংবাদমাধ্যম নয়, সাধারণ নাগরিকের তথ্য জানার অধিকারও আজ সঙ্কটে। এই পরিস্থিতিকে গণতন্ত্রের পক্ষে এক গুরুতর হুমকি হিসেবে চিহ্নিত করেন তিনি। তিনি লেখেন, “এই বিশ্ব প্রেস স্বাধীনতা দিবসে মনে করিয়ে দিতে চাই, সাহসী সাংবাদিকতা ছাড়া গণতন্ত্র অন্ধকারেই ডুবে যায়। তাই আমাদের প্রেসের স্বাধীনতাকে রক্ষা করতে হবে—শুধু সাংবাদিকদের জন্য নয়, সমস্ত নাগরিকের জানার ও প্রশ্ন তোলার অধিকার রক্ষার জন্য।”

প্রসঙ্গত, রিপোর্টার্স উইদাউট বর্ডারস (RSF)-এর প্রকাশিত ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইনডেক্স অনুযায়ী, গত পাঁচ বছরে ভারতের র‍্যাঙ্কিং ধারাবাহিকভাবে নিম্নগামী। ২০২০ ও ২০২১ সালে ছিল ১৪২, যা ২০২২-এ নেমে আসে ১৫০ তে, ২০২৩ সালে আরও খারাপ হয়ে দাঁড়ায় ১৬১-তে, এবং ২০২৪ সালে অল্প উন্নতি করে ১৫৯-এ পৌঁছেছে।