গভীররাতে কংগ্রেস কর্মীর বাড়িতে হামলা, দোষীদের গ্রেফতারের দাবি

অমরপুর, ২ মে: বৃহস্পতিবার গভীর রাতে অমরপুর বিধানসভা কেন্দ্রের মালবাসা এলাকার কংগ্রেস কর্মীর বাড়িতে দুষ্কৃতকারীরা সংঘবদ্ধ হামলা করে কংগ্রেস কর্মী সঞ্জীব দেবনাথের বাড়িঘর ভাংচুর করে, রেহাই পায়নি ঠাকুর ঘরও। হামলায় আহত হয়েছেন সঞ্জিব দেবনাথ সহ উনার বৃদ্ধ মা, স্ত্রী, ভাতিজি।

খবর পেয়ে উদয়পুর জেলা কংগ্রেস সভাপতি টিটন পালের নেতৃত্বে জেলা কংগ্রেসের এক প্রতিনিধি দল অমরপুর সফর করেন। হাসপাতালে গিয়ে আহতদের দেখে আসেন। পরবর্তী সময় মালবাসা আক্রান্ত কংগ্রেস কর্মী বাড়িতে গিয়ে দেখা করেন। এই ঘটনার নিন্দা করে অবিলম্বে দোষীদের গ্রেফতারের দাবি করেন।

প্রতিনিধি দলে ছিলেন অমরপুর ব্লক কংগ্রেস সভাপতি হারাধন দাস, মাতারবাড়ি ব্লক কংগ্রেস সভাপতি জয়দেব কান্তি রায়, প্রাক্তন সামরিক কর্মকর্তা সঞ্জীব দাস, কংগ্রেস নেতা প্রশান্ত সিনহা যুব নেতা বিট্টু দাস প্রমুখ।