নয়াদিল্লি, ১ মে : আজ ১ মে, বিশ্ব শ্রমিক দিবস। বিশ্বের নানা প্রান্তে এই দিনটি উদযাপিত হয় শ্রমিক আন্দোলনের ইতিহাস এবং বিভিন্ন দেশের অর্থনীতিতে শ্রমজীবী মানুষের অবদানকে স্মরণ ও স্বীকৃতি জানানোর উদ্দেশ্যে। এই দিনটি “মে দিবস” নামেও পরিচিত।
বিশ্ব শ্রমিক দিবস উপলক্ষে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দেশের সকল শ্রমিককে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। এক সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি বলেছেন, “উন্নত ভারতের সংকল্প পূরণে যাঁরা দিনরাত পরিশ্রম করছেন, তাঁদের কঠোর শ্রম ও নিষ্ঠা দেশের অর্থনীতিকে শক্তিশালী করছে এবং তাঁদের জীবন আরও সহজ হোক—এই কামনা করি।”
তিনি আরও বলেন, শ্রমিকরা জাতি গঠনের এক দৃঢ় স্তম্ভ। সরকার শ্রমিকদের কল্যাণ ও সমৃদ্ধির জন্য সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ।
2025-05-01

