বিতর্কিত পোস্টের জেরে গ্রেফতার ফায়ারম্যান মনসুর আলি

আগরতলা, ২৬ এপ্রিল : বিতর্কিত পোস্টের জেরে গ্রেফতার ফায়ারম্যান মনসুর আলি। তিনি কর্মরত প্রেমতলা দমকলবাহিনীতে। এদিকে, বিতর্কিত পোস্টের জেরে গ্রেফতার অবসর প্রাপ্ত শিক্ষক প্রবীর রায় চৌধুরী।

দেশের প্রধানমন্ত্রীর বিতর্কিত ছবি শেয়ার করার দায়ে চুরাইবাড়ি ও কদমতলা থানায় পৃথক দুটি মামলা করা হয় এক যুবকের বিরুদ্ধে। প্রথম মামলাটি বিশ্ব হিন্দু পরিষদের কদমতলা প্রখন্ডের পক্ষে রাজু পাল ও অন্যান্যরা চুরাইবাড়ি থানায় দায়ের করেন এবং অপরটি বিজেপির উত্তর জেলা কমিটির পক্ষে কদমতলা থানায় দায়ের করা হয়েছে। এদিকে কদমতলা প্রখন্ডের সভাপতি রাজু পাল ও বিজেপি নেত্রী রুপালি অধিকারী জানান,উক্ত যুবকের নাম মনসুর আলী।তার বাড়ি কালাছড়া এলাকায় বলে জানা যায়।সে কদমতলা অগ্নিনির্বাপক দফতরে কর্মরত।

তারা আরো জানান,উক্ত যুবক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, গৃহ মন্ত্রী অমিত শাহ, অসমের মূখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা এবং উত্তর প্রদেশের মূখ্যমন্ত্রী যোগী আদিত্য নাথের মূখ মন্ডল কুকুরের সঙ্গে লাগিয়ে দরি দিয়ে বাঁধা অবস্থায় ফেসবুকে শেয়ার করেছে। চার জন্যই বিজেপির হাই প্রোফাইল লিডার। তাই জেলা বিজেপির পক্ষ থেকে এই মামলা করা হয়েছে। তাছাড়া বিশ্ব হিন্দু পরিষদের নেতৃত্বরা জানান, যেহেতু দেশের প্রধানমন্ত্রীর ছবিকে বিকৃতভাবে পোস্ট করা হয়েছে তাই তাদের আবেগে আঘাত লাগে। তাছাড়া একজন সরকারি কর্মচারী হয়ে কিভাবে এ ধরনের কাজ করতে পারে সে এনিয়েও উঠছে বিভিন্ন প্রশ্ন! তারা উক্ত যুবকের কঠোর শাস্তির দাবি জানান প্রশাসনের নিকট।

এদিকে কদমতলা থানা অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই অভিযুক্ত যুবককে জালে তুলে। সে তার অপকর্মের কথা কবুল করে। পুলিশ জানায় ধৃত যুবকের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।