জাতীয় পঞ্চায়েতীরাজ দিবসে রাজ্যজুড়ে উদযাপনের ঢল

আগরতলা, ২৫ এপ্রিল: রাজ্যজুড়ে উদযাপিত হল জাতীয় পঞ্চায়েতীরাজ দিবস ২০২৫। খোয়াই, কুমারঘাট, গোমতী, সিপাহীজলা ও পশ্চিম ত্রিপুরা জেলাভিত্তিক নানা অনুষ্ঠানের মাধ্যমে উদযাপন করা হয়েছে এই দিনটি। বিভিন্ন জেলার প্রশাসন ও পঞ্চায়েত আধিকারিকদের উপস্থিতিতে পঞ্চায়েত ব্যবস্থার উন্নয়ন এবং ভবিষ্যৎ রূপরেখা নিয়ে বিস্তৃত আলোচনা হয়েছে এই উপলক্ষে।

খোয়াই জেলা পরিষদের উদ্যোগে জেলা প্রশাসনের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয় দিবসটি। বিধায়ক পিনাকী দাস চৌধুরী পঞ্চায়েতীরাজ ব্যবস্থার সুফল নিয়ে বক্তব্য রাখেন। সভাধিপতি অপর্ণা সিংহরায় জেলার প্রতিটি পঞ্চায়েতকে উন্নত করে তোলার আহ্বান জানান। বিভিন্ন ব্লকের আধিকারিকদের হাতে সেরা পারফরম্যান্সের পুরস্কার তুলে দেন অতিথিরা। উপস্থিত ছিলেন সহ সভাধিপতি সত্যেন্দ্র চন্দ্র দাস, পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান টিংকু ভট্টাচার্য প্রমুখ।

ঊনকোটি জেলার অনুষ্ঠান কুমারঘাট পঞ্চায়েতীরাজ ট্রেনিং ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয়। বিধায়ক ভগবান চন্দ্র দাস বলেন, ত্রিস্তরীয় পদ্ধতিতে সমন্বয় থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে স্বচ্ছতা ও ডিবিটির সুবিধা নিয়ে কথা বলেন। সভাধিপতি অমলেন্দু দাস বলেন, রাজ্যের পঞ্চায়েত ব্যবস্থা জাতীয়স্তরে সাফল্য অর্জন করেছে। অনুষ্ঠানে ১টি পঞ্চায়েতকে ৯টি থিমে কাজের জন্য পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানের শুরুতে পহেলগাওয়ের শহিদদের স্মরণে ২ মিনিট নীরবতা পালন করা হয়।

গোমতী জেলার অনুষ্ঠান উদয়পুরে অনুষ্ঠিত হয় অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়ের উদ্বোধনে। তিনি বলেন, শক্তিশালী গ্রাম গড়তে হলে পঞ্চায়েত ব্যবস্থাকে আরও কার্যকর করতে হবে। গৃহনির্মাণ, পানীয় জল, শৌচালয়, বিদ্যুৎ সংযোগ এবং মহিলাদের স্বশক্তিকরণে মোদি সরকারের ভূমিকার প্রশংসা করেন। উপস্থিত ছিলেন বিধায়ক রামপদ জমাতিয়া, জিতেন্দ্র মজুমদার ও অন্যান্য গণ্যমান্যরা। প্রত্যেক ব্লক থেকে একজন করে ভালো কর্মীকে পুরস্কৃত করা হয়।

বিশ্রামগঞ্জে সিপাহীজলা জেলার অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় সুপ্রিয়া দাস দত্তের সভাপতিত্বে। তিনি বলেন, ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থার মাধ্যমে মানুষের কাছে উন্নয়ন পৌঁছে দেওয়া যায়। সহ সভাধিপতি পিন্টু আইচ বলেন, এই ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে হবে। জেলার মধ্যে নলছড় ব্লক প্রথম, চড়িলাম দ্বিতীয় ও কাঁঠালিয়া তৃতীয় পুরস্কার পেয়েছে।

পশ্চিম ত্রিপুরা জেলা প্রশাসন কার্যালয়ে মৎস্যমন্ত্রী সুধাংশু দাস অনুষ্ঠানের উদ্বোধন করে বলেন, গ্রাম বাদ দিয়ে দেশের উন্নয়ন সম্ভব নয়। প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে গ্রামে অভাবনীয় উন্নয়ন সাধিত হয়েছে বলে তিনি জানান। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর বার্তা প্রচারিত হয় এবং স্বসহায়ক দলের সাফল্যের কাহিনী তথ্যচিত্রে তুলে ধরা হয়। জেলার পাঁচটি ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতকে পুরস্কৃত করা হয়। সেরা ব্লকের পুরস্কার পায় বামুটিয়া ব্লক।

এইভাবে রাজ্যের প্রতিটি জেলার উদ্যোগে পঞ্চায়েতীরাজ দিবস উদযাপন যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।