ছন্দে ফিরল না রামবান, ২৪ ও ২৫ এপ্রিল ফের ঝড়-বৃষ্টির পূর্বাভাস

জম্মু, ২২ এপ্রিল (হি.স.): আবহাওয়ার খানিকটা উন্নতি হয়েছে জম্মু ও কাশ্মীরে। আগামী ২৪ ঘণ্টা মূলত শুষ্ক থাকবে জম্মু ও কাশ্মীরের আবহাওয়া। এরইমধ্যে এখনও স্বাভাবিক ছন্দে ফিরল না রামবান। গত ২০ এপ্রিল প্রবল বৃষ্টির জেরে বেশ কয়েকটি স্থানে ভূমিধসের ঘটনা ঘটে, ভুস্থূলনে যানবাহন ও সম্পত্তির ক্ষতি হয়েছে ব্যাপক। নানা স্থানে মাটির নীচে চাপা পড়ে রয়েছে গাড়ি। আকস্মিক বন্যায় ৩৭টি বাড়ি ও একটি মন্দির ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশাল সম্পত্তির ক্ষতি হয়েছে, তবে কোনও প্রাণহানি হয়নি। বেশ কিছু গবাদি পশুও নিখোঁজ রয়েছে।

এমতাবস্থায় আবহাওয়া দফতর জানিয়েছে, ২৩ এপ্রিল পর্যন্ত সাধারণত শুষ্ক থাকবে জম্মু ও কাশ্মীরের আবহাওয়া। এরপর ২৪ থেকে ২৫ এপ্রিল বিকেলে বিভিন্ন স্থানে বজ্রপাত, ঝড়ো হাওয়া এবং শিলাবৃষ্টি-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, ২৬ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত জম্মু ও কাশ্মীরে প্রধানত শুষ্ক আবহাওয়া থাকবে। ২৪ ও ২৫ এপ্রিল বিকেলে হালকা বৃষ্টি ছাড়া এপ্রিলের শেষ পর্যন্ত কোনও বড় ধরনের আবহাওয়ার পরিবর্তনের সম্ভাবনা নেই। কৃষকরা আপাতত কৃষিকাজ পুনরায় শুরু করতে পারবেন।