কুমারঘাট, ২০ এপ্রিল:উত্তর কুমারঘাট আম্বেদকর নগর গ্রাম পঞ্চায়েতের ৬ নম্বর ওয়ার্ডে একই পরিবারের দুই কিশোরী নিখোঁজ হয়ে পড়ায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। জানা গেছে, দুই বোন একই ঘর থেকে একসাথে নিখোঁজ হয়েছে।
নিখোঁজ দুই কিশোরীর নাম দুর্গা শুক্লা দাস (১৭) ও অঞ্জলি শুক্লা দাস। দুর্গা স্থানীয় উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী এবং অঞ্জলি অষ্টম শ্রেণির ছাত্রী।
দুই মেয়ের বাবা প্রসেনজিৎ শুক্ল দাস ও মা সুনতি শুক্লা দাস কুমারঘাট থানায় অভিযোগ জানানোর পাশাপাশি সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়ে পুলিশের সহযোগিতা কামনা করেন। তাঁরা কাঁদো কাঁদো মুখে জানান, তাঁদের দুই মেয়ের সন্ধান পেলে যেন প্রশাসন দ্রুত ব্যবস্থা নেয়।
নিখোঁজের কারণ এখনো স্পষ্ট নয়। তবে কুমারঘাট থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং বিভিন্ন জায়গায় খোঁজ খবর চালানো হচ্ছে বলে সূত্রের খবর।
পরিবারের সদস্যরা আশঙ্কা করছেন, মেয়েরা কোনওভাবে বিপদের সম্মুখীন হয়ে থাকতে পারে। প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষের কাছেও মেয়েদের সন্ধান পেলে থানায় বা পরিবারের সঙ্গে যোগাযোগ করার আবেদন জানানো হয়েছে।
ঘটনার জেরে এলাকায় উদ্বেগ ও চাঞ্চল্যের পরিবেশ সৃষ্টি হয়েছে।
2025-04-20

