সবার কল্যাণের জন্য ভগবান মহাবীরের কাছে প্রার্থনা অমিত শাহর

নয়াদিল্লি, ১০ এপ্রিল (হি.স.): দেশবাসীর সবাইকে বৃহস্পতিবার ভগবান মহাবীর জয়ন্তীর আন্তরিক শুভেচ্ছা জানালেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

অমিতবাবু এক্স হ্যান্ডলে লিখেছেন, “ভগবান মহাবীরের দেওয়া সত্য, অহিংসা, করুণা এবং সামাজিক সম্প্রীতির বার্তা অনন্তকাল ধরে মানব সমাজকে পথ দেখাবে। আমি সকলের কল্যাণের জন্য ভগবান মহাবীরের কাছে প্রার্থনা করি।”

প্রসঙ্গত, মহাবীর ছিলেন জৈনধর্মের

চব্বিশতম তীর্থংকর (সর্বোচ্চ প্রচারক), তেইশতম তীর্থংকর পার্শ্বনাথের আধ্যাত্মিক উত্তরসূরি। খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দীর প্রথমার্ধে

প্রাচীন ভারতের এক ক্ষত্রিয় রাজপরিবারে মহাবীর জন্মগ্রহণ করেন। তাঁর মা-বাবাও ছিলেন পার্শ্বনাথের গৃহী ভক্ত। প্রায় ৩০ বছর বয়সে সকল বিষয়সম্পত্তি ত্যাগ করে

আধ্যাত্মিক জাগরণের উদ্দেশ্যে মহাবীর ঘর ছেড়ে কৃচ্ছব্রত গ্রহণ করেন।