কালাবুরাগি, ৫ এপ্রিল (হি.স.): কর্ণাটকের কালাবুরাগি জেলায় রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পিছনে ধাক্কা মারল একটি গাড়ি। ভয়াবহ এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৫ জনের, এছাড়াও কমপক্ষে ১০ জন কমবেশি আহত হয়েছেন। শনিবার ভোররাত ৩.৩০ মিনিট নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে কালাবুরাগি জেলার নেলোগি ক্রসের কাছে।
কালাবুরাগি জেলা পুলিশ জানিয়েছে, শনিবার ভোররাত ৩.৩০ মিনিট নাগাদ নেলোগি ক্রসের কাছে একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পিছনে ধাক্কা মারে। এই দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু হয়েছে ও ১০ জন আহত হয়েছেন। নিহতরা বাগালকোট জেলার বাসিন্দা বলে জানা গিয়েছে। আহতদের কালাবুরাগি হাসপাতালে ভর্তি করা হয়েছে। কালাবুরাগির এসপি এ শ্রীনিবাসুলু ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং তদন্ত শুরু করেছেন। নেলোগি থানায় একটি মামলা দায়ের করেছে পুলিশ।

