দুষ্কৃতীদের দ্বারা আক্রান্ত হয়েছেন দুজন সাংবাদিক, ডিআইজিপির সাথে দেখা করলেন ইউনাইটেড প্রগ্রেসিভ -র সাংবাদিকরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ এপ্রিল:
দুষ্কৃতীদের দ্বারা আক্রান্ত হয়েছেন দুজন সাংবাদিক। এরই পরিপ্রেক্ষিতে আজ পুলিশ হেডকোয়ার্টারে দুষ্কৃতীদের শাস্তির দাবিতে ডিআইজিপির সাথে দেখা করেন ইউনাইটেড প্রগ্রেসিভ এর সাংবাদিকরা।

এদিন বিশিষ্ট সাংবাদিক প্রণব সরকার বলেন, ডিআইজিপির সাথে এই বিষয়ে কথা বলে দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন। অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আশ্বস্ত করা হয়েছে।

উল্লেখ্য, মঙ্গলবার পৃথক দুই ঘটনায় দুষ্কৃতীদের রোষানলের শিকার হয়েছেন সোনামুড়া মহকুমার দুই কর্মরত সাংবাদিক। শুধুমাত্র দুর্ব্যবহার বা গালিগালাজ নয়, দু’জনকেই প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছেন আক্রান্ত দুই সাংবাদিক। দুজন সাংবাদিক হলেন, স্থানীয় প্রবীণ সাংবাদিক ও দৈনিক সংবাদ পত্রিকার এজেন্ট সঞ্জয় আচার্যী, অপরজন হলেন বক্সনগর প্রেস ক্লাবের সভাপতি ও সাংবাদিক প্রভাত ঘোষ।