ধর্মনগর, ১ এপ্রিল : নিরাপত্তার অভাববোধ করে সারারাত থানায় কাটালেন ধর্মনগর পুর পরিষদের ১৩ নম্বর ওয়ার্ডের এক পরিবারের লোকজনরা। ধর্মনগর পুর পরিষদের ১৩ নম্বর ওয়ার্ডের এক বাড়িতে গতকাল রাতে দুষ্কৃতীরা ইট পাটকেল নিক্ষেপ করে। তাতে আতঙ্কিত হয়ে বাড়ি ছেড়ে রাত দুটোয় থানায় আশ্রয় নেন পরিবারের লোকজনরা। নিরাপত্তার দাবিতে গভীররাত পর্যন্ত থানায় বিক্ষোভ প্রদর্শন করেন পরিবারের সদস্যরা।
ধর্মনগর পুর পরিষদের অন্তর্গত ১৩ নং ওয়ার্ডের বাসিন্দা সুষমা দাসের কাছ থেকে ঘটনা সম্পর্কে জানা যায়, ৩১ মার্চ সোমবার রাত আনুমানিক এগারোটা নাগাদ হঠাৎ করে উনার বাড়ির ঘরের চালে ইটের শব্দ পেয়ে ঘর থেকে বেরিয়ে আসতেই উনার সামনে ইট এসে পড়ে। দেখতে দেখতে বাড়ির চতুর্দিক থেকে শুরু হয় ইট বৃষ্টি। তিনি আরো জানান, উনার বড় ছেলে বিকাশ দাসের নাম নিয়ে গালিগালাজ করতে থাকে দুষ্কৃতীরা। সেই সময় বাড়িতে পুরুষ মানুষ কেউ ছিলেন না। ইট বৃষ্টি দেখে বাড়ির মহিলারা বাচ্চারা চিৎকার চেঁচামেচি শুরু করলে আশপাশের বাড়ির লোকজন আসতেই দুষ্কৃতীরা পালিয়ে যায়। সুষমা দাস দুষ্কৃতীদের কয়েকজনকেই চিনতে পারেন বলে জানান। ওনার ছেলেদের সেই ঘটনা সম্পর্কে জানালে তৎক্ষণাৎ ছুটে আসে বাড়িতে। উনারা এসে খবর দেন ধর্মনগর থানায়। থানা থেকে পুলিশ আধিকারিক সহ বিশাল পুলিশ বাহিনী নিয়ে উনার বাড়িতে উপস্থিত হন। পরবর্তী সময়ে নিরাপত্তার অভাবে বাড়িতে থাকা পুরুষ মহিলা ছোট ছোট ছেলেমেয়েরা সহ থানায় এসে আশ্রয় নেন। সবাই থানার মূল গেটের সামনে ধর্নায় বসে এবং ওসির বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করে।
এই বিক্ষোভ প্রদর্শন সম্পর্কে জানা যায়, ইট বৃষ্টি প্রসঙ্গে থানার ওসি স্মৃতি কান্ত বর্ধন সহ অন্যান্য পুলিশ আধিকারিকদের অভিযুক্তদের নাম ঠিকানা দেবার পরেও তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ করেননি বলে অভিযোগ। রাত দুটা পর্যন্ত প্রশাসনের বিরুদ্ধে তুমুল বিক্ষোভ প্রদর্শন করে স্থানীয়রা। খবর পেয়ে ছুটে আসেন মহকুমা পুলিশ আধিকারিক এবং অতিরিক্ত জেলা পুলিশ সুপার। পরবর্তীতে তাদের সাথে আলোচনাক্রমে বিক্ষোভ প্রদর্শন প্রত্যাহার করে নেয়।