আগরতলা, ২৫ মার্চ: বিধানসভায় মন্ত্রী রতন লাল নাথের জাত নিয়ে বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীকে কটাক্ষ করার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে চারটি বাম ছাত্র যুব সংগঠন। ডিওয়াইএফআই, টিওয়াইএফ, এসএফআই ও টিএসইউ-এর নেতৃত্বে আজ একটি সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়, যেখানে মন্ত্রী রতন লাল নাথের জাত নিয়ে মন্তব্যের তীব্র প্রতিবাদ জানানো হয়।
প্রসঙ্গত, গতকাল, সোমবার ছিল বাজেট অধিবেশনের দ্বিতীয় দিন। এদিন বাজেটের বিভিন্ন দিক নিয়ে আলোচনা চলাকালীন মন্ত্রী রতন লাল নাথ এবং বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীর মধ্যে বাকবিতণ্ডার সৃষ্টি হয়। এক পর্যায়ে মন্ত্রী রতন লাল নাথ পবিত্র বিধানসভায় দাঁড়িয়ে বিরোধী দলনেতার জাত নিয়ে মন্তব্য করেন, যা নিয়ে বিরোধীরা সরব হন। ঘটনার পর বিধানসভা ভবন উত্তপ্ত হয়ে ওঠে।
আজকের সাংবাদিক সম্মেলনে ডিওয়াইএফআই-এর রাজ্য সম্পাদক নবারুণ দেব বলেন, বিধানসভার পবিত্র মঞ্চে দাঁড়িয়ে জাত নিয়ে মন্তব্য করা এবং সমাজদ্রোহীদের মত আচরণ করা অত্যন্ত নিন্দনীয়। তিনি আরও বলেন, বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীকে মেলারমাঠে ঢুকিয়ে রাখার মন্তব্য বিধানসভার বাইরে থাকা সমাজদ্রোহীদের উৎসাহিত করবে, যা সমাজের জন্য বিপজ্জনক।
বাম ছাত্র যুব সংগঠনের নেতারা এই মন্তব্যকে গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক বলে উল্লেখ করেছেন এবং দাবি করেছেন, রাজনৈতিক বিতর্কের মধ্যে জাতপাতের মত বিষয়ে উত্তপ্ত আলোচনা রাজনীতির পরিবেশকে আরও নষ্ট করবে।