আগরতলা, ২১ মার্চ : বাজেট অধিবেশনের প্রথমদিনেই উত্তপ্ত বিধানসভা। প্রধান বিরোধী দল সিপিআইএম-এর বিধায়করা রাজ্য বিধানসভা থেকে এদিন ওয়াকআউট করেন। বাজেট অধিবেশনের প্রথমার্ধে অর্থমন্ত্রী বাজেট পেশ করেন। কিন্তু দ্বিতীয়ার্ধেই পাল্টে যায় বিধানসভার চেহারা। সিপিআইএম বিধায়ক দীপঙ্কর সেনের বক্তৃতা শেষ করার জন্য আরো সময় বরাদ্দ করতে আপত্তি জানান স্পিকার বিশ্ববন্ধু সেন। আর তাতেই প্রতিবাদ জানিয়ে ওয়াকআউট করেন বাম বিধায়করা।
বিধায়ক দীপঙ্কর সেন তাঁর উত্থাপিত বেসরকারি সদস্য প্রস্তাবের উপর বক্তব্য রাখছিলেন। তাঁর প্রস্তাবের বিষয় ছিল রাজ্য বিধানসভায় এমজিএনরেগা মজুরি ৩৪০ টাকা পর্যন্ত বৃদ্ধি এবং বছরে কমপক্ষে ২০০ দিন মজুরি দিবস বৃদ্ধির আবেদন। সেন যুক্তি দেন যে এমজিএনরেগা প্রকল্পে এই পরিবর্তন গ্রামীণ এলাকায় বিরাজমান জীবিকার তীব্র সংকট সমাধান করবে। বাম বিধায়কের এই ভাষণটি ট্রেজারি বেঞ্চ থেকে ব্যাপক সমালোচনার মুখে পড়ে, যার ফলে ঝড়ো বিতর্ক শুরু হয়। সেন যখন তার ভাষণ শেষ করার চেষ্টা করেন, তখন স্পিকার তাকে আরও সময় বরাদ্দ করতে অস্বীকৃতি জানান। স্পিকারের এই সিদ্ধান্তের তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেন বিরোধী দলের বিধায়কগণ। বিধায়করা ওয়েলে পৌঁছে স্পিকারের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ করেন। পরে বিকেল ৪:৩১ মিনিটে সিপিআইএম বিধায়করা ওয়াকআউট করেন। অধিবেশন দিনের জন্য মুলতবি না হওয়া পর্যন্ত সিপিআইএম দলের বিধায়করা কার্যধারায় যোগদান করেননি।