দেরাদুন, ২০ মার্চ (হি.স.): উপরাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করলেন উত্তরাখণ্ডের রাজ্যপাল। জানা গেছে, উত্তরাখণ্ডের রাজ্যপাল লেফটেন্যান্ট জেনারেল (অব.) গুরমিত সিং বৃহস্পতিবার দিল্লিতে উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের সঙ্গে সাক্ষাৎ করেন।
উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের সঙ্গে এটি উত্তরাখণ্ডের রাজ্যপাল গুরমিত সিংয়ের সৌজন্য সাক্ষাৎ বলে জানা গেছে। সাক্ষাতের সময় উপরাষ্ট্রপতির স্বাস্থ্যর খোঁজখবর নেন উত্তরাখণ্ডের রাজ্যপাল।