আগরতলা, ১৯ মার্চ : গতকাল রাতভর রাস্তায় অপেক্ষা করেও চৈত্র মেলার ভিটি বণ্টন নিয়ে ক্ষুদ্র ব্যবসায়ীদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। অভিযোগ উঠেছে, পুর নিগমের বণ্টন ব্যবস্থা সঠিকভাবে অনুসরণ না হওয়ায় ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা। এ নিয়ে ক্ষুব্ধ ব্যবসায়ীরা আজ পুর নিগম ঘেরাও করেন।
মেয়র দীপক মজুমদার ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সাথে সাক্ষাৎ করে তাদের সমস্যা শোনেন এবং সমাধানের আশ্বাস দেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে মেয়র বলেন, এবছর প্রায় ৩০০ জন ব্যবসায়ীকে চৈত্র মেলায় দোকান বণ্টন করা হয়েছে। পুর নিগমের নির্ধারিত তালিকা অনুযায়ী ব্যবসায়ীরা তাদের ভিটি পাবেন। তিনি ব্যবসায়ীদের সাবধান করেন, যাতে তারা দালালদের মাধ্যমে কোন প্রভাবিত না হন এবং টাকার বিনিময়ে নিজেদের পছন্দের জায়গায় ভিটি পাওয়ার চেষ্টা না করেন।
এ বছরের চৈত্র মেলায় শকুন্তলা রোড এলাকায় প্রায় ৩ শতাধিক ক্ষুদ্র ব্যবসায়ীকে ব্যবসা করার সুযোগ দেওয়া হবে। আজ থেকেই ফর্ম বিলি শুরু হয়েছে। গতকাল থেকেই দোকান ভিটির জন্য ব্যবসায়ীরা পুর নিগম অফিসের সামনে রাতভর অপেক্ষা করছিলেন। মেয়র দীপক মজুমদার জানান, যথাসম্ভব ব্যবসায়ীদের ফর্ম দেওয়ার ব্যবস্থা করা হবে এবং আজ মোট ৪৭৫টি ফর্ম বিলি করা হয়েছে।
প্রসঙ্গত, পুর নিগম গত কয়েক বছর ধরে ১ এপ্রিল থেকে ১৪ এপ্রিল পর্যন্ত বিনামূল্যে ক্ষুদ্র ব্যবসায়ীদের ব্যবসা করার সুযোগ প্রদান করে আসছে। মেয়র দীপক মজুমদার আশা প্রকাশ করেন, রাজধানীর ঐতিহ্যবাহী এই মেলা সফলভাবে অনুষ্ঠিত হবে এবং ক্রেতা-বিক্রেতার মধ্যে সুস্থ সম্পর্ক বজায় থাকবে।