নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১৮ মার্চ:
দুদিনের উত্তরজেলা সফরে এসে বিভিন্ন মন্ডলে সাংগঠনিক সভা করছেন প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা। উত্তর জেলার বাগবাসা মন্ডলে সাংগঠনিক বৈঠকের পর মঙ্গলবার ৫৪নং কদমতলা-কুর্তি মন্ডলে সাংগঠনিক বৈঠক করলেন দুই নং পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা। এদিন দুপুর সাড়ে বারোটায় কদমতলা চন্দ্রকলা টাউন হলে অনুষ্ঠিত হয় সাংগঠনিক বৈঠক।
বৈঠকে প্রাক্তন সাংসদ ছাড়াও উপস্থিত ছিলেন জেলা সভাপতি কাজল দাস, সহ সভাপতি করুনাময় নাথ,কদমতলা-কুর্তি মন্ডলের মন্ডল সভাপতি বিমল পুরকায়স্থ সহ অন্যান্যরা।
সভায় স্বাগত বক্তব্য রাখতে গিয়ে মন্ডল সভাপতি বলেন, ধীরে ধীরে কদমতলা-কুর্তি বিধানসভা থেকে বিরোধীরা মুছে যাচ্ছে। কিছুদিনের মধ্যে এই বিধানসভায় দুটি বিরোধী গ্রাম পঞ্চায়েতও বিজেপি দলের অনুকূলে আসবে।তাছাড়া আগামী দিনে আরো বিরোধী পঞ্চায়েত বিজেপি দল দখল নেবে।
অপরদিকে, প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা বলেন, বর্তমানে তিনি রাজ্য কমিটির কোর কমিটির সদস্য হিসেবে বিভিন্ন মন্ডলে সাংগঠনিক বৈঠক করছেন। মূলতঃ দলকে মজবুত ও শক্তিশালী করতেই এই সাংগঠনিক বৈঠক। তিনি আশাবাদী আগামী বিধানসভা নির্বাচনে উত্তর জেলার ছয়টি বিধানসভা থেকে কমপক্ষে পাঁচটি বিধানসভায় বিজেপি দলের প্রার্থীরা জয়ী হবেন।
তিনি আরো বলেন,২০২৩ বিধানসভা নির্বাচনে অল্প ভোটে হেরে যাওয়া কদমতলা-কুর্তি বিধানসভার বর্তমান পরিস্থিতি অনেকটাই ভালো বলে তিনি জানান।তাছাড়া এই বিধানসভায় প্রায় বাইশ হাজার সংখ্যালঘু ভোটার।সেক্ষেত্রে সেদিকেও নজর রয়েছে প্রদেশ নেতৃত্বের। পাশপাশি এদিনের বৈঠকে মন্ডলের উদ্যোগে চুরাইবাড়ি এলাকার পূজা পাল নামের রাজ্যস্তরীয় এক মহিলা ক্রিকেটারকে সংবর্ধনা প্রদান করা হয়।