কেন্দ্রীয় বাজেটে রেল সুরক্ষার খাতে ১ লক্ষ ১৬ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে : সাংসদ রাজীব
নয়াদিল্লি, ১৭ মার্চ: রেল সুরক্ষা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই কেন্দ্রীয় বাজেটে রেল সুরক্ষার খাতে ১ লক্ষ ১৬ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। আজ রাজ্যসভার অধিবেশনে রেল বাজেট নিয়ে এমনটাই বলেন সাংসদ রাজীব ভট্টাচার্য।
এদিন তিনি বলেন, বিকাশের কাজ ভালো নিয়তের সাথে করতে হবে এবং রেল পথে উন্নয়নের অভাবে একটি বিকশিত ভারত আটকে ছিল। রেলের সুরক্ষা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং এই বাজেটে রেল সুরক্ষার খাতে ১ লক্ষ ১৬ হাজার কোটি টাকা বরাদ্দ করার কথা বলা হয়েছে।
রাজীব ভট্টাচার্য আরও উল্লেখ করেন, স্বাধীনতার পর থেকে বহুবার সরকার বদল হলেও উত্তর পূর্বাঞ্চলের উন্নয়ন নিয়ে আগে তেমন কোনো চিন্তা ছিল না। তবে, মোদী সরকারের ক্ষমতায় আসার পর উত্তর পূর্বাঞ্চলে উল্লেখযোগ্য উন্নয়ন ঘটেছে। তিনি বলেন, ২০১৪ সালে মোদী সরকারের সরকার গঠনের পর প্রথম দুই বছরে অর্থাৎ ২০১৬ সালে ত্রিপুরার আগরতলায় ব্রডগেজ ট্রেনের লাইন তৈরির কাজ শুরু হয়। এছাড়াও, আগরতলা থেকে গুয়াহাটি যাওয়ার জন্য বন্দেভারত ট্রেন চালু হওয়ার জন্য প্রধানমন্ত্রী মোদী এবং রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
সাংসদ রাজীব ভট্টাচার্য আরও বলেন, ২০০৫-০৬ সালে রাজ্যে ২৩৪ টি রেল দুর্ঘটনা ঘটেছিল, তবে বর্তমানে ২০২৪-২৫ সালের মধ্যে দুর্ঘটনার সংখ্যা কমে ৩০-এ নেমে এসেছে। তিনি বলেন, এটি সরকারের বিকাশের কাজ ভালো নিয়তের সাথে করার ফলস্বরূপ।