রাজ্যের শান্তি সম্প্রীতি বিনষ্ট করার চেষ্টা করলে কাউকে ছাড় দেওয়া হবেনা, হউক সে শরিক দল, তিপরা মাথা-কে সতর্ক করলো বিজেপি

আগরতলা, ১১ মার্চ : রাজ্যের শান্তি সম্প্রীতি বিনষ্ট করার চেষ্টা করলে কাউকে ছাড় দেওয়া হবেনা, হউক সে শরিক দল। তিপরা মাথা-কে কার্যত এভাবেই সতর্ক করলো বিজেপি।

বর্তমান সময়ে প্রদ্যোত কিশোর দেববর্মনের একাধিক বক্তব্য ঘিরে রাজ্যের রাজনৈতিক পরিবেশে আলোড়ন সৃষ্টি হয়েছে। এমনকি, তাঁর বক্তব্য ঘিরে রাজ্যের জাতি জনজাতির মধ্যে বিভেদ সৃষ্টির অভিযোগ উঠেছে। এদিকে, শরিক দলের নেতৃত্বের এধরনের বক্তব্যে বিজেপির অবস্থান নিয়েও সমালোচনা হচ্ছে। অবশেষে প্রদ্যোতের বক্তব্যের পরিপ্রেক্ষিতে বিজেপির অবস্থান জানালেন দলের মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য।

তাঁর কথায়, দল এই বিষয়ে অবগত রয়েছে। ত্রিপুরায় দ্বিতীয় বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর বিশেষ কিছু বিষয়কে সামনে রেখে তিপরা মথা জোটে সামিল হয়েছে, সরকারেও রয়েছে তারা। কিন্তু তারা একটি ভিন্ন রাজনৈতিক দল। তাদের নীতি আর্দশ আলাদা। বিজেপির মতাদর্শের সাথেও তাঁদের ফারাক রয়েছে। নবেন্দুর দাবি, বিজেপির একটি পৃথক অবস্থান রয়েছে। তবে কেউ যদি মনে করে থাকেন, রাজ্যের শান্তি সম্প্রীতি নষ্ট করে বিভেদ সৃষ্টি করবে তাহলে তারা ‘মূর্খের স্বর্গে বাস করছে’। কারণ রাজ্যে ভারতীয় জনতা পার্টির সরকার রয়েছে।

তাঁর সাফ কথা, বিজেপি এধরনের প্রতিটি বিষয়কে রাজনৈতিকভাবে মোকাবিলা করার ক্ষমতা রাখে। যেকোনো দল, যেকোনো সংগঠন, যদি রাজ্যের পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করে তাহলে সরকার তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *