মরিশাসের রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ মোদীর, রোপণ করলেন বেল গাছ

পোর্ট লুইস, ১১ মার্চ (হি.স.): দু’দিনের মরিশাস সফরে পোর্ট লুইস পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই সফরকালে তিনি বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন। প্রধানমন্ত্রী মঙ্গলবার স্যার সিউওসাগুর রামগুলাম এবং স্যার অনিরুদ্ধ জগন্নাথের প্রতি শ্রদ্ধা জানাতে স্যার সিউওসাগুর রামগুলাম বোটানিক্যাল গার্ডেনে যান। সেখানে তিনি একটি বেল গাছ রোপণ করেন। এরপর মরিশাসের রাষ্ট্রপতি ধরমবীর গোখুলের সঙ্গে সাক্ষাৎ করেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন মরিশাসের স্যার সিউওসাগুর রামগুলাম বোটানিক্যাল গার্ডেনে “এক পেড় মা কে নাম” উদ্যোগের আওতায় একটি গাছ রোপণ করেছেন। এর আগে, তিনি গায়ানা সফরের সময়ও একই ধরণের উদ্যোগ নিয়েছিলেন। প্রধানমন্ত্রী মোদীর নিরলস প্রচেষ্টার ফলে ও এই উদ্যোগের ফলে ভারতে ১ বিলিয়নেরও বেশি গাছ লাগানো হয়েছে। তাছাড়া, এর প্রভাব ভারতের বাইরের দেশগুলিতেও ছড়িয়ে পড়েছে। এই উদ্যোগের আওতায় বিশ্বের প্রায় ১৩৬টি দেশে ইতিমধ্যেই মোট ২৭,৫০০ টিরও বেশি গাছ লাগানো হয়েছে, প্রধানমন্ত্রী নিজে দু’টি দেশে বৃক্ষরোপণে অংশগ্রহণ করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন মরিশাসের প্রধানমন্ত্রী নবীন রামগুলামের সঙ্গে বেল গাছ রোপণ করেছেন।

—————

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *