নিজ ঘরে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু বাড়ির মালিকের

আগরতলা, ৭ মার্চ: রহস্যময় আগুনে অগ্নিদগ্ধা হয়ে মৃত্যু হয়েছে বাড়ির মালিকের। ওই অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গিয়েছে একটি বসত ঘর। ওই ঘটনায় সোনামুড়া হাসপাতাল সংলগ্ন তামশাবাড়ি উত্তর পাড়ায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

প্রসঙ্গত, শেষ রাতে লাগা রহস্যময় আগুনে পুড়ে ছাই সোনামুড়া হাসপাতাল সংলগ্ন এক বাড়ির একটি ঘর। রাত প্রায় ৩ টায় আগুন লাগে মুস্তাফা কামালের বাড়ির একটি ঘরে। ঘরটির একপাশে বাড়ির রান্নাবান্নার কাজ চলতো অপর পাশে ঘুমিয়েছিলেন বাড়ির মালিক মুস্তাফা । আগুনের লেলিহান শিখা গোটা ঘরটিকে গ্রাস করে ফেলায় ঘরের ভেতরই মৃত্যু হয় তার। মৃত ব্যক্তি পেশায় পাকশী। মানুষের বাড়ি-ঘরের বিভিন্ন অনুষ্ঠানে রান্নার কাজ করতেন।

মৃতের স্ত্রী রেহেনা বেগম জানিয়েছেন, তার একমাত্র ছেলে বিক্রম আলী চেন্নাইয়ে কর্মরত। গত রাতে ছেলে বৌ ও ৩ বছরের নাতনিকে নিয়ে বাড়ির অন্যঘরে ঘুমিয়েছিলেন। পাশের ঘর থেকে হঠাৎ স্বামীর চিৎকার শুনতে পান। উঠে দেখেন পরিস্থিতি ভয়াবহ। বাড়িতে অন্য কোন পুরুষ লোক না থাকায় স্বামীকে বাঁচানো সম্ভব হয়নি। দমলককর্মীরা এসে পরবর্তী সময় আগুন নিভালে দেখতে পান ঘরেই পরে আছে মুস্তাফা কামালের দগ্ধ দেহ।এদিকে, আজ সকালে ঘটনার খবর পেয়ে বহু মানুষ ছুটে গিয়েছেন বাড়িটিতে।

মৃত মুস্তাফা কামালের ছেলে বৌ জানিয়েছেন, গত ৩ তারিখ রাত প্রায় ১০ টায় প্রতিবেশী সুমন মিয়া নামের এক যুবক তার ঘরের খাটের তলায় লুকিয়ে ছিল বদ উদ্দেশ্য চরিতার্থ করতে। ওই যুবক ওই এলাকায় বখাটে বলে পরিচিত। ঘটনাটের পেয়ে সে চিৎকার চেঁচামেচি শুরু করলে পাশের ঘর থেকে শশুর শাশুড়ি ও প্রতিবেশীরা ছুটে গিয়েছেন। ঘটনার পরিপ্রেক্ষিতে তাকে মারধর করা হয়। এই রেশ ধরে গতকাল রাতের এই ঘটনা হতে পারে বলে অনুমান করা হচ্ছে। গোটা বিষয়টি সামনে এনে থানায় মামলা দায়ের করবে মৃতের পরিবার বলে জানান তিনি।