গুয়াহাটি, ৫ মাৰ্চ (হি.স.) : ১২ ঘণ্টার ব্যবধানে আজ বুধবার দুবার ভূমিকম্প সংঘটিত হয়েছে মণিপুরে। প্রথমে সকাল ১১.০৬টায় মণিপুরের কামজং জেলায় ৫.৭ প্রাবল্যের ভূমিকম্পে কেঁপেছে গোটা রাজ্য। সে সময় কেঁপেছে গুয়াহাটি সহ অসমের বিভিন্ন প্রান্ত। কম্পন অনুভূত হয়েছে উত্তরপূর্বীয় রাজ্য নাগাল্যান্ড এবং মেঘালয়ের কিছু অঞ্চলে। এর পর বেলা ১২.২০টা আবারও কেঁপেছে মণিপুর। দুবারের ভূমিকম্পে মণিপুরের কয়েকটি ভবনে ফাটল দেখা গেছে। এ রকম কয়েকটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঘুরপাক খাচ্ছে। তবে মণিপুর ছাড়া উত্তর-পূর্বাঞ্চলের অন্য কোনও রাজ্য থেকে হতাহত বা অন্যান্য ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
ন্যাশনাল সেন্টার ফর সিসমোলোজি (এনসিএস)-র প্ৰকাশিত তথ্যে জানা গেছে, বুধবার সকালে সংঘটিত ভূমিকম্পের উৎসস্থল ছিল মণিপুরের কামজং জেলার ভূপৃষ্ঠের ১১০ কিমি গভীরে ২৪.৭৬° উত্তর অক্ষাংশ এবং ৯৪.৩৫° পূর্বে।
গুয়াহাটির আবহাওয়া বিজ্ঞান কেন্দ্ৰের অধিকৰ্তা সঞ্জয় সাউয়ের কাছে জানা গেছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল মণিপুর হলেও, অসম, মেঘালয় এবং নাগাল্যান্ডেও কম্পন অনুভূত হয়েছে।
এদিকে ন্যাশনাল সেন্টার ফর সিসমোলোজির আরেক তথ্যে জানা গেছে, আজ দুপুর ১২:২০:৪৩ সেকেন্ডে মণিপুরের কামজং জেলায় ৪.১ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হেনেছে। এর উৎসস্থল ছিল কামজং জেলার ৬৬ কিলোমিটার গভীরে ২৪.৭০° উত্তর অক্ষাংশ এবং ৯৪.৩৪° পূর্বে।