আগরতলা, ২৮ ফেব্রুয়ারী: গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে নেমে ৫ কেজি ৯৯৫ গ্রাম শুকনো গাঁজা উদ্ধার করা হয়েছে। সাথে বহিঃরাজ্যের এক মহিলাকে গ্রেফতার করা হয়েছে। তাকে পুলিশ রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছেন ওসি তাপস দাস।
ওসি তাপস দাস জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে থানায় খবর আসে আগরতলা রেলস্টেশন দিয়ে এক ব্যক্তি গাঁজা পাচার করতে আসবে। সেই খবরের ভিত্তিতে রেল স্টেশনের পার্শ্ববর্তী এলাকায় পুলিশ অভিযান চালিয়েছে। ওই সময় সন্দেহভাজন এক মহিলাকে আটক করে পুলিশ। তল্লাশি করে তাঁর কাছ থেকে ৫ কেজি ৯৯৫ গ্রাম শুকনো গাঁজা বাজেয়াপ্ত করা হয়েছে।
তিনি আরও জানিয়েছেন, ধৃত বিহারের বাসিন্দা মহিলারনাম পায়েল। তাকে পুলিশ রিমান্ড চেয়ে আদালতে তোলা হবে বলে জানান তিনি।