ভারতীয় যুবকদের গণতান্ত্রিক মূল্যবোধ অনুসরণ করা উচিত : ওম বিড়লা

পুণে, ২৭ ফেব্রুয়ারি (হি.স.): ভারতীয় যুবকদের গণতান্ত্রিক মূল্যবোধ অনুসরণ করা উচিত। এই আহ্বান জানালেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা আরও বলেছেন, ভারতীয় তরুণরা বিশ্বের সবচেয়ে বুদ্ধিমান ও শক্তিশালী। বড় বৈশ্বিক চ্যালেঞ্জগুলি সমাধান করার ক্ষমতাও রয়েছে তাঁদের।

বৃহস্পতিবার পুণে-র ভারতী বিদ্যাপীঠ ডিমড ইউনিভার্সিটির ২৬-তম সমাবর্তন অনুষ্ঠানে অংশ নিয়ে বিড়লা বলেন, ভারতীয় যুবকদের গণতান্ত্রিক মূল্যবোধ অনুসরণ করা উচিত। তিনি দেশের উন্নয়নে পুণে-র গুরুত্বপূর্ণ অবদানের কথাও স্বীকার করেছেন এবং বলেছেন পুণে সমাজ সংস্কারকদের ভূমি। অনুষ্ঠানে ৪২টি স্বর্ণপদক এবং ৭১টি পিএইচডি-সহ ৬,৮১৫ জন শিক্ষার্থীকে ডিগ্রি ও ডিপ্লোমা প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *