আগরতলা, ২৭ ফেব্রুয়ারী: আজ দুপুরে বিশালগড় ব্রজপুর এলাকায় এভার গ্রীন স্কুলের সামনে বন দফতরের বাগানে আগুন লাগিয়ে দিয়েছে দুষ্কৃতিকারীরা। পরবর্তী সময়ে দমকলকর্মীরা খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ঘটনার বিবরণে জানা গিয়েছে, আজ দুপুরে ভয়াবহ অগ্নিকান্ডে বিশালগড় ব্রজপুর বন দফতরের সামনের স্কুল আগুনের হাত থেকে অল্পেতে রক্ষা পেয়েছে। কিছু দুষ্কৃতকারীরা ওই বাগানে আগুন লাগিয়ে দিয়েছে বলে অভিযোগ। সাথে সাথে স্থানীয়রা ঘটনাটি প্রত্যক্ষ করে দমকলবাহিনীকে খবর দিয়েছেন। দমকলকর্মীরা ঘটনাস্থলে ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
আরও অভিযোগ, ওই বাগানের ভিতরে বিভিন্ন অসামাজিক কার্যকলাপ ঘটে চলেছে বহুবার পুলিশের উপর মহলে জানিও কাজের কাজ কিছুই হয়নি। অন্যদিকে সূত্রের খবর মোটা অংকে অর্থ পেয়ে থাকে থানার ওসি থেকে নিচুস্তরের পুলিশকর্তারা।