নয়াদিল্লি, ২৭ ফেব্রুয়ারি (হি.স.): মহাকুম্ভ একতার মহাযজ্ঞ। এই বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার নিজের এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী মোদী জানিয়েছেন, মহাকুম্ভ সম্পন্ন হয়েছে.. ঐক্যের মহাযজ্ঞ শেষ। প্রয়াগরাজে ঐক্যের মহাকুম্ভে এই ৪৫ দিন ধরে যেভাবে ১৪০ কোটি দেশবাসীর আস্থা একসঙ্গে, একই সময়ে একত্রিত হয়েছিল, তা অভিভূত!
প্রধানমন্ত্রী আরও লিখেছেন, মহাকুম্ভে বিপুল সংখ্যক ভক্তের অংশগ্রহণ কেবল একটি রেকর্ড নয়, এটি আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যকে শক্তিশালী এবং সমৃদ্ধ রাখার জন্য বহু শতাব্দী ধরে একটি শক্তিশালী ভিত্তি স্থাপন করেছে। প্রয়াগরাজের মহাকুম্ভ এখন সমগ্র বিশ্বে ব্যবস্থাপনা পেশাদারদের পাশাপাশি পরিকল্পনা ও নীতি বিশেষজ্ঞদের গবেষণার বিষয় হয়ে উঠেছে। মোদী যোগ করেছেন, এই মহাকুম্ভে সমাজের প্রতিটি শ্রেণি ও প্রতিটি অঞ্চলের মানুষ একত্রিত হয়। এক ভারত শ্রেষ্ঠ ভারত-এর এই স্মরণীয় দৃশ্য কোটি কোটি দেশবাসীর মধ্যে আত্মবিশ্বাসের এক মহান উৎসবে পরিণত হয়েছিল।