নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ২৫ ফেব্রুয়ারি:
কৈলাসহরের সতেরো মিঞার হাওড়ের পতিতজমিতে ইন্টিগ্রেটেড অ্যাকোয়াপার্ক গড়ে তোলতে এক প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হয়। এদিন জমির মালিকদের নিয়ে অনুষ্ঠিত বীরচন্দ্রনগর গ্রাম পঞ্চায়েত অফিসে প্রশাসনিক বৈঠকে উপস্থিত ছিলেন বিধায়ক বিরজিত সিনহাও। এছাড়াও উপস্থিত ছিলেন ঊনকোটি জেলার জেলাশাসক দিলীপ কুমার চাকমা, গৌরনগর পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান তথা ঊনকোটি জেলা কংগ্রেসের সভাপতি মোঃ বদরুজ্জামান, ঊনকোটি জেলা আদালতের সরকারি আইনজীবী তথা জেলার বরিস্ট বিজেপি নেতা সন্দীপ দেবরায়, চন্ডীপুর পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান বিনয় সিংহ, কংগ্রেস নেতা রুদ্রেন্দু ভট্টাচার্য, বীরচন্দ্র নগর গ্রাম পঞ্চায়েতের প্রধান বেবি রুদ্র পাল, উপপ্রধান সঞ্জয় দেবরায়, মৎস্য দপ্তরের ঊনকোটি জেলার উপ অধিকর্তা তারেন্দ্র দেববর্মা, মৎস্য দপ্তরের ঊনকোটি জেলার সুপারিন্টেন্ডেন্ট পি.কে নাথ সহ স্থানীয় কৃষকরা।
বৈঠক শেষে বিধায়ক বিরজিত সিনহা সংবাদ প্রতিনিধিদের মুখোমুখি হয়ে জানান যে, সরকারের উন্নয়ন মূলক কাজের ক্ষেত্রে উনি এবং উনার কংগ্রেস দল সবসময়ই সাহায্য সহযোগিতা করে আসছে এবং আগামী দিনেও করে যাবে।