তিরুবনন্তপুরম, ২৫ ফেব্রুয়ারি (হি.স.): কেরলের রাজধানী তিরুবনন্তপুরমে ৫ জনকে খুন করলো ২৩ বছর বয়সী এক যুবক। নিজের ভাই, ঠাকুমা, কাকা, কাকিমা ও প্রেমিকাকে খুন করেছে ওই যুবক। পুলিশ এই খুনের ঘটনার তদন্তে নেমেছে। অকুস্থলে যান কেরলের মন্ত্রী জি আর অনিল। দক্ষিণ জোনের (আইজি) এস শ্যামসুন্দর বলেছেন, “আমরা এখনও কোনও সিদ্ধান্তে পৌঁছতে পারিনি। তদন্ত চলছে এবং ফরেনসিক টিম ঘটনাস্থল পরিদর্শন করছে। অভিযুক্তের অবস্থাও গুরুতর, সে বিষ খেয়েছে ও হাপসাতালে চিকিৎসাধীন। ওই যুবকের মাও হাসপাতালে ভর্তি।”
2025-02-25