ছোট শহরে চিকিৎসা সুবিধা পাওয়া গেলে, বড় প্রতিষ্ঠানের ওপর চাপ কমবে : রাষ্ট্রপতি

পাটনা, ২৫ ফেব্রুয়ারি (হি.স.): ছোট শহরে চিকিৎসা সুবিধা পাওয়া গেলে, বড় প্রতিষ্ঠানের ওপর চাপ কমবে। এই মন্তব্য করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু মঙ্গলবার পাটনার বাপু সভাঘরে পাটনা মেডিকেল কলেজ ও হাসপাতালের (পিএমসিএইচ) শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে বক্তব্য রাখেন। এআই এবং রোবোটিক্সের উদাহরণ দিয়ে রাষ্ট্রপতি বলেন, প্রযুক্তির ব্যবহার রোগীদের চিকিৎসায় সক্ষমতা ও নির্ভুলতা বাড়াবে।

৫৪০০ শয্যা বিশিষ্ট পিএমসিএইচ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম হাসপাতাল হিসেবে গড়ে উঠতে পেরে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি। দরিদ্র ও অসহায় মানুষের সেবায় কাজ করার জন্য চিকিৎসকদের প্রতি আহ্বান জানান রাষ্ট্রপতি। রাজ্যপাল আরিফ মহম্মদ খান, মুখ্যমন্ত্রী নীতীশ কুমার, কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জে পি নাড্ডা, উপ-মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী, বিজয় কুমার সিনহা এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *