২১ দফা দাবিতে জাতীয় সড়ক অবরোধে সামিল টিইউআইআরপিসি

আগরতলা, ২৫ ফেব্রুয়ারী : ২১ দফা দাবি আদায়ের লক্ষ্যে অনির্দিষ্টকালের জন্য বড়মুড়া পাহাড়ে অসম-আগরতলা জাতীয় সড়ক অবরোধে সামিল হয়েছে আত্মসমর্পণকারী বৈরী সংগঠন ত্রিপুরা ইউনাইটেড ইন্ডিজেনাস রিটার্নিস পিপলস কাউন্সিল। ওই অবরোধের জেরে জাতীয় সড়কে যানচলাচল স্তব্ধ হয়ে পড়ে। তাতে, যাত্রীদের চরম দূর্ভোগের শিকার হচ্ছেন। যতক্ষণ পর্যন্ত দাবি পূরণ না হবে ততক্ষণ অবরোধ চলবে বলে হুশিয়ারী দিয়েছেন তাঁরা। তবে, জরুরি পরিষেবা এবং পরীক্ষার্থীরা ওই বনধের আওতার বাইরে রেখেছেন বলেও জানান সংগঠনের নেতা ড্যানিয়েল বোরোক।

এবিষয়ে সংগঠনের নেতা ড্যানিয়েল বোরোক বলেন, আত্মসমর্পণকারী বৈরী গোষ্ঠী এনএলএফটি এবং টিএনভি দলের সঙ্গে কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের যে চুক্তি হয়েছে সেই চুক্তি অনুযায়ী তারা অনেক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। সেই চুক্তি বাস্তবায়ন করেনি সরকার। এখনো অনেকের বিরুদ্ধে মামলা চলছে। কোর্টে দৌড়াদৌড়ি করতে হচ্ছে আত্মসমর্পণকারী বৈরীদের। অথচ তারা স্বাভাবিক জীবনে ফিরে এসেছে। কিন্তু তাদের সমস্যাগুলোর সমাধান হয়নি।

তিনি আরো বলেন, আত্মসমর্পণকারী বৈরী গোষ্ঠীদের দাবি এবং তাদের জীবন জীবিকার বিষয়গুলো নিয়ে রাজনীতি করা উচিত নয়। তাদের সমস্যাগুলো স্থায়ী সমাধান করা দরকার। বহু বছর ধরে তারা বঞ্চিত। তারা স্বাভাবিক জীবনে ফিরে এসেছে বলেই ত্রিপুরায় আজ শান্তি প্রতিষ্ঠিত। অথচ তাদের দাবি-দাওয়া গুলো নিয়ে কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার উদাসীন। তাই আজ সকাল থেকে ২১ দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য সড়ক অবরোধে বসে তাঁরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *