মাছ নিয়ে দুই গোষ্ঠীর প্রকাশ্য লড়াই গান্ধীগ্রামে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ ফেব্রুয়ারি:
বাম আমলে গান্ধীগ্রাম সাহা পাড়ায় মৎস্য সমবায় অধীনে জলাশয় ছিল। এতে চার পাঁচ কেজি ওজনের মাছ ছিল। ২০১৮ সালে পালা বদলের কয়েকদিনের মধ্যে প্রকাশ্য দিনেরবেলায় কয়েকজন দুষ্কৃতী মাছ লুটে নিয়ে যায়। তারপরও এটার মধ্যে কিছু ভাল বড় মাছ রয়ে যায়। আজ সকালে এই মাছ নিয়ে শুরু হয় ঝামেলা। মাছ ধরতে যায় স্থানীয় কৃষ্ণধন দাসের ঘনিষ্ট গোষ্ঠীর লোকেরা। তারা বাকি মাছগুলি ধরে নিয়ে বিক্রি করে দিলে বর্তমানের মন্ডল সভাপতির গোষ্ঠীর লোকেরা এসে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে বলে অভিযোগ। তারাও মাছ ধরতে ব্যস্ত হয়ে যায়। এমন সময় উত্তর গান্ধীগ্রাম পঞ্চায়েতের ৫ নং ওয়ার্ডর মনোনীত সদস্য শংকর দাশ মাছ ধরতে নামতেই শুরু হয় সংঘর্ষ। দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠে গান্ধীগ্রাম এলাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *