নয়াদিল্লি, ২৩ ফেব্রুয়ারি (হি.স.): দিল্লির জনগণের স্বার্থে গঠনমূলক বিরোধীদের ভূমিকা পালন করবে আম আদমি পার্টি (এএপি)। রবিবার টুইট করে এমনটাই জানালেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা এএপি-র জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল। দিল্লি বিধানসভার বিরোধী দলনেত্রী হিসেবে অতিশী মারলেনাকে বেছে নিয়েছে আম আদমি পার্টি।
রবিবার এক সাংবাদিক সম্মেলনে এএপি নেতা গোপাল রাই বলেছেন, রবিবারের বিধায়ক দলের বৈঠকে, সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, অতিশী দিল্লি বিধানসভায় বিরোধী দলনেত্রী হবেন। এরপরই অতিশীকে অভিনন্দন জানিয়েছেন কেজরিয়াল। টুইট করে কেজরিওয়াল লেখেন, বিধানসভার বিরোধী দলনেত্রী নির্বাচিত হওয়ায় অতিশীকে অভিনন্দন।