আগরতলা, ২২ ফেব্রুয়ারি : জিএসটি ফাঁকি দেওয়ার বিষয় নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা আজ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেন। তিনি বলেন, “দেশের প্রযুক্তি যেভাবে উন্নত হয়েছে, সেদিকে দেখতে গেলে কেউ চাইলেও জিএসটি ফাঁকি দিতে পারবে না।”
মুখ্যমন্ত্রী আরও বলেন, “রাজ্যের উন্নয়নে অর্থের প্রয়োজন এবং সেই অর্থ জিএসটি থেকেই আসবে। এজন্যই সরকার বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে জনগণের স্বার্থে তথা রাজ্যের উন্নয়নে জিএসটি আদায়ের ব্যবস্থা গ্রহণ করেছে। এর মাধ্যমে সারা দেশের পাশাপাশি আমাদের রাজ্যও প্রগতির পথে এগিয়ে যাবে।”
তিনি জিএসটি আদায়ের পদ্ধতির উন্নতি ও আধুনিক প্রযুক্তির ব্যবহারের প্রতি গুরুত্ব দেন, যা রাজ্যের অর্থনীতিকে শক্তিশালী করতে সহায়ক হবে।