আগরতলা, ২২ ফেব্রুয়ারী : স্কুটির ধাক্কায় গুরুতর আহত হয়েছে এক বৃদ্ধা। আজ দুপুরে বিশ্রামগঞ্জ ইটভাট্টার সামনে ওই দূর্ঘটনায় স্থানীয় মানুষ দমকলবাহিনীকে খবর দিয়েছেন। দমকলকর্মীরা আহত মহিলাকে উদ্ধার করে বিশ্রামগঞ্জ স্বাস্থ্য কেন্দ্র নিয়ে গিয়েছেন। সেখানকার কর্তব্যরত চিকিৎসক আহত বৃদ্ধার অবস্থা আশঙ্কাজনক দেখে জিবি হাসপাতালে স্থানান্তর করেন।
ঘটনার বিবরণে জানা গিয়েছে, আজ দুপুরে বিশ্রামগঞ্জ ইটভাট্টার সামনে রাস্তা পারাবারের করতে গিয়ে এক স্কুটি বৃদ্ধা কাজল দাসকে সজোরে ধাক্কা দেয়। তাতো রাস্তায় লুটিয়ে পড়েন ওই বৃদ্ধা। ওই দূর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন ওই মহিলা। স্থানীয় মানুষ দমকলবাহিনীকে খবর দিয়েছেন। দমকলকর্মীরা আহত মহিলাকে উদ্ধার করে বিশ্রামগঞ্জ স্বাস্থ্য কেন্দ্র নিয়ে গিয়েছেন। সেখানকার কর্তব্যরত চিকিৎসক আহত বৃদ্ধার অবস্থা আশঙ্কাজনক দেখে জিবি হাসপাতালে স্থানান্তর করেন।