আগরতলা, ১৯ ফেব্রুয়ারি: ত্রিপুরায় বিজেপির গুণ্ডাবাহিনীর সরকার চলছে। রাজ্যের শিশুরা অপুষ্টিতে ভুগছে। লোকতন্ত্র নেই। বিভিন্ন প্রকারের চুরি কান্ড অব্যাহত রেখেছে বিজেপি সরকার। বুধবার সাংবাদিক সম্মেলনে একথা বলেন জাতীয় কংগ্রেসের সেবাদলের সর্বভারতীয় সভাপতি লালজি দেশাই।
এদিন তিনি সাংবাদিক সম্মেলনে বিজেপি সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেন। তিনি বলেন, গোটা দেশের পাশাপাশি ত্রিপুরা রাজ্যেও বিজেপি সরকার তাদের গুণ্ডারাজ অব্যাহত রয়েছে। “জয় বাবু, জয় ভীম, জয় সংবিধান” এই স্লোগানকে সামনে রেখে সংবিধান রক্ষা ও গনতন্ত্র রক্ষা করার জন্য কর্মসুচি হাতে নিয়েছে কংগ্রেস দল। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাবাসাহেব আম্বেদকরের অপমান করেছেন। তার পরিপ্রেক্ষিতেই সংবিধান রক্ষার কর্মসুচি হাতে নিয়েছে কংগ্রেস।
তিনি বিজেপিকে আক্রমণ করে বলেন, আগে গোড়া(ইংরেজ) রা দেশকে লুটেছে, এখন চোরেরা দেশকে লুটছে। বিভিন্ন প্রকারে কেন্দ্রে এনডিএ সরকার ও রাজ্যে বিজেপি সরকার চুরি করে চলছে। এই সরকার শিক্ষার হার, বেকারত্বের হার সহ বিভিন্ন ক্ষেত্রে সঠিক সংখ্যা বলে না। রাজ্যে কাজ নেই। শিশুরা অপুষ্টিতে ভুগছে। লোকতন্ত্র বিনষ্ট হচ্ছে। মনিপুরে বিগত দিনে এত সমস্যা হলেও প্রধানমন্ত্রী চুপ ছিলেন। শেষ পযর্ন্ত অবস্থা বেগতিক দেখে সমস্যার সমাধান না করে সেখানে মুখ্যমন্ত্রীকে ইস্তফা দিয়ে রাষ্ট্রপতি শাসন দেওয়া হয়েছে। মনিপুরের এই অবস্থার জন্য প্রধানমন্ত্রীকেই দায়ী করেছেন লালজী দেশাই।
উল্লেখ্য, প্রদেশ সেবাদলের রাজ্যভিত্তিক কর্মশালা অনুষ্ঠিত হবে আগামীকাল। তিনি উদয়পুরে প্রদেশ সেবাদলের রাজ্যভিত্তিক কর্মশালায় অংশগ্রহণ করবেন।