নয়াদিল্লি, ১৯ ফেব্রুয়ারি : দিল্লির নতুন মুখ্যমন্ত্রী পাওয়ার অপেক্ষা আজ শেষ হলো। কারণ ভারতীয় জনতা পার্টি (বিজেপি) রেখা গুপ্তাকে পরিষদীয় নেতা হিসেবে ঘোষণা করেছে। রেখা গুপ্তা আগামী ২০ ফেব্রুয়ারি রামলীলা ময়দানে একটি বৃহৎ অনুষ্ঠানে শপথ নেবেন।
বুধবার সন্ধ্যায় নয়াদিল্লির দলীয় সদর দপ্তরে নতুন নির্বাচিত সমস্ত বিজেপি বিধায়কদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিজেপি নেতারা জানিয়েছেন, বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর পাশাপাশি পুরো মন্ত্রিসভাও শপথ নেবে। উপমুখ্যমন্ত্রী পদে বিজেপি পরবেশ ভার্মাকে বেছে নিয়েছে। অনুষ্ঠানটি সকাল ১১টায় শুরু হওয়ার কথা। ১২:৩৫ মিনিটে লেফটেন্যান্ট গভর্নর ভি. কে. সাক্সেনা রেখা গুপ্তা এবং মন্ত্রিসভাকে শপথবাক্য পড়াবেন।