নয়াদিল্লি, ১৯ ফেব্রুয়ারি (হি.স.): নতুন নির্বাচন কমিশনার হিসেবে নিজের দায়িত্বভার বুঝে নিলেন ডঃ বিবেক জোশী। বুধবার সকালে দিল্লিতে নির্বাচন কমিশনের দফতরে গিয়ে নয়া নির্বাচন কমিশনার হিসেবে নিজের দায়িত্বভার বুঝে নেন ১৯৮৯ ব্যাচের হরিয়ানা ক্যাডারের আইএএস অফিসার ডঃ বিবেক জোশী।
নতুন মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) হিসেবে বুধবার সকালেই দায়িত্বভার গ্রহণ করেন জ্ঞানেশ কুমার। জ্ঞানেশের ছেড়ে যাওয়া পদে নিযুক্ত হয়েছেন বিবেক জোশী। সম্প্রতি ডঃ বিবেক জোশীকে নতুন নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ করা হয়। তিনি হরিয়ানা ক্যাডারের ১৯৮৯ ব্যাচের একজন আইএএস অফিসার।