দ্রুততার সঙ্গে চলছে যমুনা পরিষ্কারের কাজ, তৎপরতা তুঙ্গে

নয়াদিল্লি, ১৭ ফেব্রুয়ারি (হি.স.): রাজধানী দিল্লিতে দ্রুততার সঙ্গে চলছে যমুনা নদী পরিষ্কারের কাজ। রবিবার থেকে শুরু হয়েছে যমুনা পরিষ্কারের কাজ। সোমবার দিল্লির আইটিও-তে যমুনা নদী পরিষ্কার করতে দেখা যায়। উপরাজ্যপাল বিনয় কুমার সাক্সেনার নির্দেশ অনুসারে আইটিও ছট ঘাটের কাছে যমুনা নদী পরিষ্কারের প্রক্রিয়া শুরু হয়েছে।

অতিরিক্ত মুখ্য সচিব নবীন কুমার চৌধুরী বলেছেন “সর্বোচ্চ স্তরের নির্দেশ অনুসারে, আমরা ২০২৭ সালের আগে আগামী ৩ বছরে যমুনা পরিষ্কার করব। কাজটি ৩-৪ পর্যায়ে করা হবে। প্রথমটি হল নদীর তল থেকে কঠিন বর্জ্য অপসারণ করা। সেই কাজটি আরও ভালভাবে চলছে এবং সমস্ত এসটিপি মেরামত করা। যমুনায় যাতে কোনও রাসায়নিক নিঃসৃত না হয়, আমরা তা নিশ্চিত করব।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *