খেলাধুলা সব ধরনের গুণাবলী আত্মস্থ করতে সাহায্য করে : মোহন যাদব

ভোপাল, ১৭ ফেব্রুয়ারি (হি.স.): মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী ডঃ মোহন যাদব সোমবার ভোপালের বড় তালাবে ২৪-তম সর্বভারতীয় পুলিশ ওয়াটার ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেছেন। এই ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করার পর মুখ্যমন্ত্রী মোহন যাদব বলেছেন, “যারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে এখানে এসেছেন আমি তাঁদের সবাইকে স্বাগত জানাই। একদিকে পুলিশ সদস্যরা নিজেদের দায়িত্ব পালন করে, আইনশৃঙ্খলা রক্ষা করে নাগরিকদের নিরাপত্তা দিচ্ছেন, অন্যদিকে তারা খেলাধুলায়ও ছাপ রেখে যাচ্ছেন, যা আমাদের জন্য আনন্দের বিষয়। আমি তাঁদের অভিনন্দন জানাই।”

পরে মোহন যাদব আরও বলেছেন, “২৩টিরও বেশি রাজ্যের ৫৫৭ জনেরও বেশি ক্রীড়াবিদ কায়াকিং, ক্যানোয়িং এবং রোয়িং ইভেন্টে নিজেদের প্রতিভা প্রদর্শন করছেন। আমি তাঁদের শুভেচ্ছা জানাই। ‘অতিথি দেবো ভব’ আমাদের সংস্কৃতি। আমি আশা করি, ভোপাল আজ অনন্য আনন্দ অনুভব করছে। খেলাধুলা মানুষকে কেবল সুস্থ রাখে না, মানুষকে সব ধরনের গুণাবলী আত্মসাৎ করতেও সাহায্য করে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *