নয়াদিল্লি, ১৬ ফেব্রুয়ারি (হি.স.): দিল্লিতে যমুনা নদীকে পরিষ্কারের কাজ শুরু হয়ে গিয়েছে। রবিবার এমনটাই জানালেন দিল্লির উপ-রাজ্যপাল বিনয় কুমার সাক্সেনা। উপ-রাজ্যপাল সাক্সেনা এক্স মাধ্যমে জানিয়েছেন, “যমুনা নদী পরিষ্কারের কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। ট্র্যাশ স্কিমার, আগাছা কাটার যন্ত্র এবং একটি ড্রেজ ইউটিলিটি ক্রাফট দিয়ে ইতিমধ্যেই নদীতে পরিষ্কারের কাজ শুরু হয়েছে।”
উল্লেখ্য, দিল্লির উপ-রাজ্যপাল ভি কে সাক্সেনা গতকালই মুখ্য সচিব এবং এসিএস (আইএন্ডএফসি) এর সঙ্গে দেখা করেছেন এবং তাঁদের অবিলম্বে কাজ শুরু করতে বলেছেন। সেই মতো রবিবার থেকেই শুরু হয়েছে যমুনা পরিষ্কারের কাজ। যমুনা নদীর স্রোতে আবর্জনা, পলি অপসারণ করা শুরু হয়েছে, অন্যান্য নর্দমার পরিচ্ছন্নতার ওপর জোর দেওয়া হচ্ছে।