বারাবাঙ্কি, ১৬ ফেব্রুয়ারি (হি.স.): উত্তর প্রদেশের বারাবাঙ্কি জেলায় বাস ও টেম্পো ট্রাভেলারের মধ্যে সংঘর্ষে প্রাণ হারালেন ৪ জন। ভয়াবহ এই দুর্ঘটনায় আরও বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন। রবিবার দুর্ঘটনাটি ঘটেছে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ সুপার দীনেশ কুমার সিং বলেছেন, “ছত্তিশগড় থেকে অযোধ্যা যাচ্ছিল একটি বাস, সেই বাসটি খারাপ হয়ে যায় এবং মেরামত চলছিল। একটি টেম্পো ট্রাভেলারও অযোধ্যা যাচ্ছিল, রবিবার টেম্পো ট্রাভেলারটি নিয়ন্ত্রণ হারিয়ে বাসে ধাক্কা মারে। ৩ জন দুর্ঘটনাস্থলেই প্রাণ হারান, হাসপাতালে নিয়ে যাওয়ার পথে একজনের মৃত্যু হয়। গুরুতর আহতদের ট্রমা সেন্টারে ভর্তি করা হয়েছে।”