নয়াদিল্লি, ১৫ ফেব্রুয়ারি (হি.স.): দেশজুড়ে শুরু হয়েছে সিবিএসই বোর্ডের পরীক্ষা। দশম ও দ্বাদশ শ্রেণীর প্রায় ৪২ লক্ষের বেশি পরীক্ষার্থী শনিবার মোট ৭৮৪২টি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দিয়েছেন। শনিবার কলকাতা, দিল্লি, জম্মু ও কাশ্মীর-সহ দেশের সর্বত্রই শুরু হয়েছে সিবিএসই বোর্ডের পরীক্ষা।
দশম শ্রেণীর পরীক্ষা শেষ হবে ১৮ মার্চ ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষা শেষ হবে ৪ এপ্রিল। পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজন করার জন্য সবরকম ব্যবস্থা নিয়েছে বোর্ড। প্রয়োজনীয় নথি ও পরীক্ষা সরঞ্জাম ছাড়া হলে অন্য কিছু নিয়ে পরীক্ষার্থীদের প্রবেশ নিষেধ।