রাঁচি, ১৪ ফেব্রুয়ারি (হি.স.): রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ঝাড়খণ্ড সফরের জন্য শুক্রবার রাঁচিতে পৌঁছন। ঝাড়খণ্ড এর রাজ্যপাল সন্তোষ কুমার গাঙ্গওয়ার এবং কৃষিমন্ত্রী শিল্পী নেহা তিরকি এবং অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকরা রাঁচি বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান। এদিন বিমানবন্দর থেকে রাজভবনের উদ্দেশে রওনা হন তিনি। শনিবার বিআইটি মেসরায় আয়োজিত অনুষ্ঠানে অংশ নেবেন রাষ্ট্রপতি।
2025-02-14