কেন্দ্রীয় বাজেট গরিব, যুবক, অন্নদাতা ও নারীশক্তিকে স্বশক্তিকরণের বাজেট : সর্বানন্দ সনোওয়াল

আগরতলা, ১২ ফেব্রুয়ারি: গরিব, যুবক, অন্নদাতা ও নারীশক্তিকে স্বশক্তিকরণের বাজেট পেশ করা হয়েছে। তাতে আগামী ২৫ বছরে বিশ্বের মধ্যে সবচেয়ে বড় অর্থব্যবস্থা হবে ভারতবর্ষের। আজ প্রদেশ বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে এমনটাই দাবি করলেন কেন্দ্রীয় বন্দর, নৌ-পরিবহন দপ্তরের মন্ত্রী সর্বানন্দ সনোওয়াল। সাথে তিনি যোগ করেন, কেন্দ্রীয় বাজেটে মধ্যমবর্গের জন্য ১২ লক্ষ আয় পর্যন্ত আয়কর শূন্য করা হয়েছে যার ফলে লাভবান হবেন দেশের ৫.৬৫ কোটি লোক।

এদিন তিনি সংসদে পেশ হওয়া ২০২৫-২৬ অর্থ বছরের কেন্দ্রীয় বাজেটের ঢালাও প্রশংসা করলেন রাজ্য সফররতঃ কেন্দ্রীয় বন্দর, নৌ-পরিবহন দপ্তরের মন্ত্রী সর্বানন্দ সনোওয়াল। তাঁর কথায়, সিনিয়র সিটিজেনদের জন্যও রয়েছে বিশেষ স্বস্তি । কারণ সুদের উপর টিডিএস ছাড়ের সীমা ৫০ হাজার থেকে বাড়িয়ে ১ লক্ষ করা হয়েছে । এই বাজেট যুবসমাজের জন্য আশাব্যাঞ্জক । কারণ, স্কুলগুলিতে ব্রডব্যান্ড সুবিধা, কৃত্রিম বুদ্ধিমত্তা, শিক্ষার প্রসার এবং নতুন মেডিক্যাল আসন তৈরির উপর বিশেষ জোর দেওয়া হয়েছে।

এদিন তিনি আরও বলেন, এবছরের বাজেট সুপরিকল্পিত। বিনিয়োগ ও বিকাশের উপর জোর দেওয়া হয়েছে এই বাজেটে। একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ করা হয়েছে, যেমন বেশ কিছু গুরুত্বপূর্ণ খনিজের উপর বেসিক কাস্টম ছাড় দেওয়া হয়েছে। তাছাড়া, মেক ইন ইন্ডিয়া’ প্রকল্পের প্রসার ও প্রচারের জন্য জাতীয় ম্যানুফ্যাকচারিং মিশন তৈরি করা হয়েছে, কর্মক্ষেত্রে দক্ষতা বৃদ্ধির উপর জোর দেওয়া হয়েছে এবং দেশের উৎপাদন বৃদ্ধির উপর জোর দেওয়া হয়েছে ।