কর্ম সংস্থান, আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠা ও নেশার বিরুদ্ধে রাজ্যব্যাপী গণআন্দোলন গড়ে তোলার আহ্বানে বিলোনিয়াতে পদযাত্রা বামপন্থী দুই যুব সংগঠনের

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ১১ফেব্রুয়ারি:
কর্ম সংস্থান, আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠা ও নেশার বিরুদ্ধে রাজ্যব্যাপী গণআন্দোলন গড়ে তোলার আহ্বানে বিলোনিয়াতে পদযাত্রা সংগঠিত করল বামপন্থী দুই যুব সংগঠন‌ ডিওয়াইএফআই ও টিওয়াই এফ।

মঙ্গলবার দুপুরে বিলোনিয়া বনকর বাজারের সামনে থেকে শুরু হয় এই পদযাত্রা। আয়োজিত পদযাত্রায় বামপন্থী যুব সংগঠনের নেতা কর্মীদের পাশাপাশি পদযাত্রায় অংশ নেন বামপন্থী বিধায়ক দীপঙ্কর সেন, সিপিআইএম বিলোনিয়া মহকুমা কমিটির সম্পাদক বিজয় তিলক, পার্টির রাজ্য কমিটির সদস্য বাসুদেব মজুমদার, ডিওয়াই এফ আই রাজ্য কমিটির সভাপতি পলাশ ভৌমিক, যুব সংগঠনের বিলোনিয়া মহকুমা কমিটির সম্পাদক মধুসূদন দত্ত, শহরাঞ্চল সম্পাদক গৌতম সেন সহ অন্যান্য নেতৃত্বরা।

তিন দফা দাবিতে সংগঠিত হওয়া মিছিলটি বনকর নদীর উত্তর পাড়, গ্যরেজ টিলা হয়ে শেষ হয় মনুরমুখ এলাকায়, সেখানে হয় সভা, সভাতে বিজেপি, আইপিএফটি ও তিপ্রামথা এই তিন দলীয় জোট সরকারের বিরুদ্ধে সমালোচনা করে বক্তারা কর্ম সংস্থান, আইনের শাসন পুনঃ প্রতিষ্ঠা ও নেশার বিরুদ্ধে রাজ্য ব্যাপি গণআন্দোলন গড়ে তোলার আহ্বান জানান ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *