শিল্প ও প্রযুক্তির বাইরে, ইন্ডিয়া এনার্জি সপ্তাহ যুব এবং উদ্ভাবন বিষয়েও : হরদীপ সিং পুরী

নয়াদিল্লি, ১১ ফেব্রুয়ারি (হি.স.): শিল্প ও প্রযুক্তির বাইরে, ইন্ডিয়া এনার্জি সপ্তাহ যুব এবং উদ্ভাবন বিষয়েও। বললেন কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী। মঙ্গলবার ইন্ডিয়া এনার্জি সপ্তাহ ২০২৫-এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়ে কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী বলেছেন, “শিল্প ও প্রযুক্তির বাইরে, ইন্ডিয়া এনার্জি সপ্তাহটি যুব এবং উদ্ভাবনের বিষয়েও। ৫০০টিরও বেশি উদ্যোক্তা স্টার্টআপ চ্যালেঞ্জে অংশ নিচ্ছেন। এটি একটি প্রদর্শনী ফোরামও যা ৭০টিরও বেশি কোম্পানির সাথে অংশগ্রহণ করছে।”

হরদীপ সিং পুরী আরও বলেছেন, “ইন্ডিয়া এনার্জি উইক শুধুমাত্র তৃতীয় বছরে দ্বিতীয় বৃহত্তম এনার্জি ইভেন্টে পরিণত হয়েছে। এই ইভেন্টে ৫০ টিরও বেশি দেশের ৭০ হাজারের বেশি এনার্জি পেশাদার অংশগ্রহণ করবেন। ইভেন্টটি কাতার, রাশিয়া, ব্রিটেন, ব্রাজিল, তানজানিয়া এবং ভেনিজুয়েলার মতো গুরুত্বপূর্ণ স্টেকহোল্ডারদের থেকে ২০টিরও বেশি এনার্জি মন্ত্রী এবং তাদের ডেপুটিদের অংশগ্রহণ দেখতে পাবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *