ভয়াবহ যান দুর্ঘটনায় রক্তাক্ত তিন

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ১০ ফেব্রুয়ারি:
আবারো ভয়াবহ যান দুর্ঘটনায় রক্তাক্ত হল তিন যুবক। ঘটনাটি ঘটেছে সোমবার সন্ধ্যায় আসাম-আগরতলা জাতীয় সড়কে তেলিয়ামুড়া মহকুমা শাসকের কার্যালয় সংলগ্ন এলাকায়।

ঘটনার বিবরণে জানা গেছে , টিআর০৬ – ডি – ৫৭৯৫ নম্বরের একটি মোটরসাইকেল নিয়ে ট্রাফিক বিধি লংঘন করে আয়েশ দেববর্মা(২৪), অখিল দেববর্মা(৩১) এবং রেহান দেববর্মা(৩১) নামের তিনজন আসাম-আগরতলা জাতীয় সড়ক ধরে খোয়াই-এর বাগান বাজারের উদ্দেশ্যে যাওয়ার সময় তেলিয়ামুড়া মহকুমা শাসকের কার্যালয় সংলগ্ন এলাকায় টিআর০৪ – ই – ১৫৩০ নম্বরের একটি বোলেরো পিকআপ গাড়ির সঙ্গে বাইকটির মুখোমুখি সংঘর্ষ হয়। গাড়ির ধাক্কায় বাইকে থাকা ওই তিন ব্যক্তি রক্তাক্ত অবস্থায় আসাম-আগরতলা জাতীয় সড়কের উপর ছিটকে পড়ে। তৎক্ষণাৎ দুর্ঘটনার বিকট শব্দ শুনতে পেয়ে ছুটে আসে এলাকার লোকজন এবং ঘটনার খবর পাঠায় তেলিয়ামুড়া অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের নিকট। খবর পেয়ে তেলিয়ামুড়া অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা দুর্ঘটনাস্থলে ছুটে গিয়ে আহতদের উদ্ধার করে নিয়ে আসে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে। বর্তমানে আহতদের চিকিৎসা চলছে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের জরুরীকালীন বিভাগে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *