ভয়াবহ যান দুর্ঘটনায় অল্পেতে রক্ষা পেয়েছে পথচারী সহ যাত্রীরা

আগরতলা, ১০ ফেব্রুয়ারী : চড়িলাম পেট্রোল পাম্পের সামনে ভয়াবহ যান দুর্ঘটনায় অল্পেতে রক্ষা পেয়েছে পথচারী সহ যাত্রীরা। এদিকে, ঘটনাস্থল থেকে পলিয়ে যেতে সক্ষম হয়েছে ঘাতক গাড়ির চালক। এদিকে, খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছে পুলিশ।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, সোমবারে বিকেলে টিআর০৭ই০৫৩৭ নম্বরের ওয়াগনার গাড়ি আগরতলার উদ্দেশ্যে যাওয়ার পথে দ্রুতগতিতে থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে বিদ্যুতের খুঁটির সাথে সংঘর্ষ ঘটে। অল্পেতে রক্ষা পাই পথচারী সহ গাড়ি থাকে যাত্রীরা। এদিকে খবর পেয়ে ছুটে গিয়েছে বিশালগড় থানা পুলিশ। ওই ঘটনায় চড়িলাম দ্বাদশ শ্রেণী বিদ্যালয় সংলগ্ন মা কসবেশ্বরী পেট্রোল পাম্পের সামনে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

এলাকবাসীদের মতে, ভয়ানক যান দুর্ঘটনা অল্পেতে রক্ষা পথচারী সহ গাড়িতে থাকা চালক এবং যাত্রীরা। পুলিশ প্রশাসন ট্রাফিক যতই ব্যবস্থা গ্রহণ করুক না কেন দুর্ঘটনা যেন কোনমতে বন্ধ হচ্ছে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *